‘বিয়ে করা শিখছো, দেনমোহর শোধ করা শেখো নাই’

বিনোদন

মার্চ ১২, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ

শুধু হালি হালি বিয়ে করা শিখছো আর ফেসবুকে নেতাদের সঙ্গে সেলফি তুলে শো অফ আর ধান্দা করা শিখছো। দেনমোহর শোধ করা শেখো নাই? বউয়ের দায়িত্ব নেয়া শিখো নাই। আফসোস!- কথাগুলো অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহর।

বৃহস্পতিবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এসব কথা লিখেছেন অভিনেত্রী সুবাহ।

তিনি আরো লিখেছেন, এটা তোমার ব্যর্থতা না। তোমার মা-বাবার ব্যর্থতা। ছেলেকে মেয়েদের জীবন নষ্ট করতে শিখিয়েছে, দায়িত্ব নিতে শেখায়নি। সমস্যা নেই, তোমাকে সময় শিক্ষা দিয়ে দিবে ইনশাআল্লাহ। যেন পরবর্তীতে কাউকে বিয়ে করার আগে দায়িত্ব নিয়ে দেনমোহর পরিশোধ করে হালি হালি বিয়ে বসতে পারো।

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবাহ। তাদের বিয়ের এক মাস পার হওয়ার আগেই ভাঙন শুরু হয় সংসারে। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে থাকেন সুবাহ।

এদিকে গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ তুলে ইলিয়াসের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সুবাহ। এরপর গত ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫,২৬,২৯,৩৫ ধারায় সুবাহর বিরুদ্ধে মামলা করেন গায়ক ইলিয়াস।

এদিকে এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে। এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন ইলিয়াস। কিন্তু সেই বিয়ে টেকেনি। এরপর কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *