নভেম্বর ২৯, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ
বিশ্বব্যাপী সংস্কৃতি ধ্বংস হয়ে যাওয়ার জন্য বিশ্বায়নকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, ঐতিহ্য ধরে রাখতে হলে অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধন তৈরি করতে হয়।
২৭ নভেম্বর দেশটির ক্যালিগ্রাফার, ক্ষুদ্র শিল্পী, রেশম কার্পেট তাঁতি এবং অন্যান্য ঐতিহ্যবাহী কারিগরদের নিয়ে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এরদোগান এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বায়ন মূলত সাংস্কৃতিক অবক্ষয় ডেকে এনেছে। অর্থের নামে হোক বা মতাদর্শের নামে। ইউনিফর্মেশনের গন্তব্য সাংস্কৃতিক বন্ধ্যাত্ব ও মেরুকরণ।
এরদোগান মনে করেন, পশ্চিমারা বিশ্বায়নের নামে তাদের নিজেদের সংস্কৃতি অন্য সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে পশ্চিমারা।
এরদোগান বলেন, আমাদের দেশের লোকেরা ইউরোপীয়, মার্কিন, ও প্রাচ্যের গান সম্পর্কে অনেক ধারনা রাখেন। অথচ দেশের অনেক সুরকারের নামও তারা জানেন না। সঠিক নীতিমালা প্রণয়নের অভাবে এমনটা ঘটেছে।
তিনি বলেন, যখন দেখি যে তরুণরা কে-পপকে খুব ভালভাবে চেনে। কিন্তু (তুর্কি শিল্পী) জেম কারাকা, বারি মানকো, নেসেট এরতাস, কায়াহান এবং এ দেশের আরও অনেক শিল্পীর সঙ্গে তারা পরিচিত নয়। তখন আমরা খুবই উদ্বিগ্ন এবং দুঃখিত হই।