বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে মাহমুদউল্লাহরা

খেলা স্লাইড

মার্চ ৭, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফল চায় বিসিবি। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপের আগে অ্যাডিলেড বা পার্থে দুই সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। আছে পাওয়ার হিটিং কোচ নিয়োগের পরিকল্পনাও।

তবে তার আগে দক্ষিণ আফ্রিকায় ইতিবাচক ফলের প্রত্যাশায় বোর্ড। এদিকে, আশ্বাসের মধ্যে থাকা আঞ্চলিক ক্রিকেট কাঠামো এ বছরই দৃশ্যমান হবে বলেও জানিয়েছেন বোর্ড পরিচালকরা।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বিশ্বকাপের আগে অ্যাডিলেব বা পার্থে আমরা চেষ্টা করছি দুই সপ্তাহের একটা ক্যাম্প করার জন্য। এটা করতে পারলে বিশ্বকাপের জন্য বেশ কার্যকর হবে।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে জালাল ইউনুস বলেন, চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কিছু করার জন্য। আমরা খেলার মধ্যেই আছি। বিপিএলের পর সিরিজ খেলেছি। এছাড়া যারা স্কোয়াডের বাইরে ছিল তারাও বাংলাদেশ টাইগার্সের আওতায় প্রাকটিচে ছিল। আর তাই বিদেশের মাটিতে ভালো করার প্রত্যাশা।

চলতি বছরের ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপে আছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

আগেই জানা গিয়েছিল, ২০২২ বিশ্বকাপে মূলপর্বেই খেলবে বাংলাদেশ। পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান খেলবে সরাসরি মূলপর্বে। এ ছাড়া সবশেষ আসরের মতো অস্ট্রেলিয়া বিশ্বকাপেও আট দল নিয়ে হবে প্রথম রাউন্ডের খেলা। পরে সেখান থেকে ওঠা চার দল ও র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে হবে সুপার টুয়েলভের খেলা।

সুপার টুয়েলভে গ্রুপ ১-এ থাকবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’ এর রানার্সআপ। গ্রুপ-২ এ থাকবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ এর রানার্সআপ এবং গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর গ্রুপ ‘এ’ এর রানার্সআপের বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হবে হোবার্টে। ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে। ৩০ অক্টোবর ব্রিসবেনে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়নের মুখোমুখি হবে টাইগাররা।

২ নভেম্বর অ্যাডিলেডে ভারতের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৬ নভেম্বর মাঠে নামবে টাইগাররা, প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *