মার্চ ১৪, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ
নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছেন বাংলাদেশের নারীরা। প্রথমে ব্যাট করে ২৩৪ রানের বড় পুঁজি পান রুমানা-সালমারা। তবে তাদের ছুড়ে দেওয়া লক্ষ্য ভালোভাবেই জবাব দিচ্ছেন পাকিস্তানের নারীরা।
নির্ধারিত ৫০ ওভার খেলে ২৩৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ফারজানা হক পিংকি করেন ৭১ রান। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার করেন যথাক্রমে ৪৬ ও ৪৪ রান। এমন বিশাল টার্গেট দিয়ে যেখানে স্বস্তির নিশ্বাস ফেলার কথা, সেখানে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।
২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের নারীরা ধীরেসুস্থেই খেলছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩১ ওভারে ১ উইকেটে ১১৮ রান।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও দলীয় ৩৭ রানে শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। তবে এরপরই দলের হাল ধরেন শারমিন আক্তার ও ফারজানা হক। শারমিন আক্তার ৪৪ রানে প্যাভিলিয়নে ফিরলেও ফারজানা একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন।
এরপর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ৯৬ রানের দুর্দান্ত জুটি গড়ে দলের রান বাড়াতে থাকেন এই দুই ব্যাটার। তবে অধিনায়ক নিগার সুলতানা ৪৬ রান এবং ফারজানা ৭১ রানে আউট হলে বাংলাদেশের রানের গতি অনেকটা কমে যায়। এরপর দলের হয়ে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তবে রিতু মনি ১১ এবং রুমানা আহমেদ ১৬ রান করে দলের সংগ্রহ ২৩৪-এ নিয়ে যান। পাকিস্তানের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন নাশরা সান্ধু।
এর আগে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আসরে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে জ্যোতি-রুমানারা। দুই ম্যাচে দুই হারে এখনো জয়শূন্য টাইগ্রেস দল। তবে বিসমাহ-মারুফদের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়টা তুলে নিতে চান জ্যোতিরা।
নিজেদের ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে নিজেদের এখনো জয়ে রাঙানো হয়নি জ্যোতিদের। বাংলাদেশের মতো পাকিস্তানও টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়হীন।