বিল মেটাতে গিয়ে বলিউড অভিনেত্রীর স্বামীর তর্ক!

বিনোদন

মার্চ ১৩, ২০২২ ৮:৪১ পূর্বাহ্ণ

বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছেন। পেট পুরে করেছেন খাওয়া-দাওয়া। যখন টেবিলে বিল এলো তখনই টাকা কে মেটাবে তা নিয়ে তর্ক বাধিয়েছেন বলিউডের এক অভিনেত্রীর স্বামী। বন্ধু বলেন তিনি বিল মেটাবেন, আবার অভিনেত্রীর স্বামী বলেন তিনি বিল মেটাবেন।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের প্রকাশ করা ভিডিও থেকে এমনি বিষয় পাওয়া গেছে।

স্বামী কুণাল খেমু ও চার বছরের মেয়ে ইনায়াকে নিয়ে দুবাইয়ে ঘুরতে গিয়েছেন সোহা। সেখানেই এক ফাঁকে বিলাসবহুল রেস্তোরাঁয় পোশাক শিল্পী সিমন খাম্বাট্টাসহ অন্যান্য বন্ধুর সঙ্গে নৈশভোজ সারেন তারকা জুটি। এত দূর পর্যন্ত সবই ঠিক ছিল। ভোজন শেষে টেবিলে বিল এসে পৌঁছতেই শুরু হয় টানাটানি।

সিমনের আবদার, তিনি টাকা দেবেন। অন্যদিকে, কুণালও নাছোড়বান্দা। আর দুই বন্ধুর এ মজার মুহূর্তকে নীরবে লেন্সবন্দি করলেন সোহা। ভিডিওতে সিমনের উদ্দেশে কুণাল বলছেন, বাবু শোনো, আমাকে এ বার টাকাটা দিতে দাও। তুমি পরের বার দিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *