বিদেশি বিনিয়োগে সরকার খুবই আন্তরিক: বাণিজ্যমন্ত্রী

বিদেশি বিনিয়োগে সরকার খুবই আন্তরিক: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি স্লাইড

ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য খুব ভালো জায়গা। সরকার বিদেশি বিনিয়োগের ব্যাপারে খুবই আন্তরিক। বিদেশি বিনিয়োগে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ট্রেড এক্সপো-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আরিফ রহমান। বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

মন্ত্রী বলেন, কানাডার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ভিত তেমন মজবুত নয়। সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। দেশে এখন দক্ষ জনবল রয়েছে। এজন্য বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, শুধু পোশাকের ওপর নির্ভরশীল না থেকে আমাদের বাণিজ্যের ক্ষেত্র আরো বাড়াতে হবে। প্রবাসী বাংলাদেশিরাও যেন এ ব্যাপারে ভূমিকা রাখেন। তারাও যেন বাংলাদেশে বিনিয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *