‘বাহুবলী’র রেকর্ড ভাঙল ‘আরআরআর’

বিনোদন

মার্চ ২৭, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ

নিজেকেই ছাপিয়ে গেলেন তিনি। ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভেঙে ফেললেন রাজামৌলী! মুক্তির প্রথম দিনেই ‘আরআরআর’ শুধু ভারতেই নয়, দুনিয়াজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে।

নির্মাতারা প্রায় ৩৩৬ কোটি টাকা ঢেলেছেন ‘আরআরআর’কে পর্দায় আনতে। তা ছাড়া জিএসটি এবং অভিনেতাদের পারিশ্রমিকের হিসেব আলাদা। প্রথম দিনেই সেই ছবির লাভের অঙ্কে স্বস্তির নিশ্বাস পরিচালক-প্রযোজকদের।

২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। ছবিটি মুক্তির পরেই উন্মাদনা ছড়িয়েছে দিকে দিকে। রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এ বাড়তি পাওনা আলিয়া ভাট। বিশ্লেষক তরণ আদর্শ শনিবার ছবিটির লাভের হিসেব তুলে ধরেছেন টুইটারে।

এস এস রাজামৌলীর ছবি ‘আরআরআর’ প্রথম দিনেই ২২৩ কোটি ব্যবসা করে ফেলল সারা বিশ্বে। সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করেছে ‘আরআরআর’। এমনকি চিত্র সমালোচকদের প্রশংসাও কুড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *