বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

দেশজুড়ে স্লাইড

মার্চ ১২, ২০২২ ৯:১৮ পূর্বাহ্ণ

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেক যাত্রী। আহতদের অনেকেই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে মহাসড়কের উলুকান্দি এলাকায় হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস দুর্ঘটনাকবলিত বাসকে ধাক্কা দেয়।

তবে নিহতদের পরিচয় সনাক্ত হয়নি। ঘটনার পরপরই স্থানীয় জনগণসহ সিএনজি শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। হবিগঞ্জ, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ২ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন।

সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ওমর ফারুক জানান, হাসপাতালে তারা আরও দুইজনের লাশ পেয়েছেন। আহত ভর্তি করেছেন ১১ জন। তাদের সবার অবস্থা আশংকাজনক।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় দেব ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে আশিক পরিবহন ও শ‍্যামলী পরিবহনের বাস এবং একটি ট্রাকের মধ‍্যে এ সংঘর্ষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *