মার্চ ১৫, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ
ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।
অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করে ওয়েস্ট ইন্ডিজ দল। এনক্রুমার বোনারের ১২৩ রানের সুবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩১১ রান টপকে ৩৭৫ রান তুলেছিলো ক্যারিবিয়রা।
দ্বিতীয় ইনিংসে ২৮৬ রানের টার্গেটে বোনার-হোল্ডারের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি ড্র করে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম টেস্টে দলের লড়াইয়ে খুশি ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স। তাই প্রথম টেস্টের স্কোয়াড বহাল রেখেছেন হেইন্স।
তিনি বলেন, ‘অ্যান্টিগায় আমরা অনেক লড়াই করেছি। বার্বাডোজে দ্বিতীয় ম্যাচের আগে আমরা সেই ১৩ জনকে রাখার সিদ্ধান্ত নিয়েছি। বোলাররা দারুণ পরিশ্রম করেছে। দলের পারফরমেন্সে আমরা খুশি।’
আগামী ১৬ মার্চ সিরিজের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্লাকউড, এনক্রুমার বোনার, শামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, ভেরাসামি পারমল, এন্ডারসন ফিলিপ, কেমার রোচ ও জেইডেন সিলেস।