বাংলাদেশের হয়ে খেলতে যে তিন শর্ত দিয়েছেন সাকিব

বাংলাদেশের হয়ে খেলতে যে তিন শর্ত দিয়েছেন সাকিব

খেলা

ডিসেম্বর ১, ২০২৪ ৭:০১ পূর্বাহ্ণ

জাতীয় দলের হয়ে দুই ফরম্যাট থেকে এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। বাকি রয়েছে শুধু একদিনের ক্রিকেট। জাতীয় দলের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজের দলে সাকিবকে রাখা না রাখা নিয়ে আলোচনার মধ্যেই পাওয়া গেল নতুন খবর।

দেশের একটি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি শর্ত দিয়েছেন সাকিব। শর্তগুলো হচ্ছে–তার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা, দেশের মাটিতে খেলার নিশ্চয়তা এবং নির্বিঘ্নে দেশে আগমন এবং দেশত্যাগের গ্যারান্টি।

বিসিবি এসব শর্ত মেনে তাকে উইন্ডিজ সিরিজের দলে রাখবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

তবে সাকিবের তিন শর্তের কোনোটাই কার্যত বিসিবির এখতিয়ারভুক্ত নয়। সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এটি বাংলাদেশ ব্যাংকের একটি সংস্থা। বিসিবির সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই।

সাকিবের বাকি দুই শর্তের ব্যাপারে বিসিবি সর্বোচ্চ সরকারকে অনুরোধ জানাতে পারে। তবে সেসবেরও নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার বা সুযোগ বিসিবির নেই।

তাই এসব শর্ত বিসিবির মেনে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মত সংশ্লিষ্টদের।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ‘নির্বাসন-এ রয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য সাকিব। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েও পরে পিছিয়ে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *