বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

খেলা স্লাইড

মার্চ ২৫, ২০২২ ৮:৫৫ পূর্বাহ্ণ

নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ট ম্যাচে শুক্রবার (২৫ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে নিগার সুলতানারা। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৩ ওভারে অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা বাংলাদেশের নারীরা প্রথম দুই ম্যাচে হারের পর পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নেয়। তবে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের কাছে হেরে সেমির আশা শেষ হয়ে যায়। এবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা এই বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি।

এদিকে বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হচ্ছে। বৃষ্টির কারণে ম্যাচটি ৪৩ ওভারে অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম ৯ ওভার পাওয়ার-প্লে হবে। তিনজন বোলার ৯ ওভার করে বল করতে পারবে। আর দুইজন বোলার ৮ ওভার করে বল করতে পারবে।

এদিকে বাংলাদেশ দলে কোন পরিবর্তন আনা হয়নি। তবে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, লতা মন্ডল, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জাহানারা আলম

অস্ট্রেলিয়া একাদশ
রাচেল হেইনস, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং (অধিনায়ক), বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জেস জোনাসেন, অ্যালানা কিং, মেগান শুট, ডার্সি ব্রাউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *