বড়পর্দায় ‘নির্লজ্জ’ হতে দ্বিধা নেই বাঙালি অভিনেত্রীর

বড়পর্দায় ‘নির্লজ্জ’ হতে দ্বিধা নেই বাঙালি অভিনেত্রীর

বিনোদন স্পেশাল

ডিসেম্বর ১০, ২০২৪ ৬:৩২ পূর্বাহ্ণ

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে আঁ সার্তে রিগায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে চমক উপহার দিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। কনস্ট্যানটিন বোঁজ্যনভের ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

রোববার (৯ ডিসেম্বর) কলকাতা চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। এই সিনেমায় যৌনকর্মীর ভূমিকায় দেখা গেছে তাকে। চ্যালেঞ্জিং এই চরিত্রে অভিনয়ের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে এই অভিনেত্রী বলেছেন, ‘চিত্রনাট্য সত্যি চাইলে ছবির কারণে যতটা শেমলেস হতে হবে, হব। আমার কোনো দ্বিধা নেই।’

বড়পর্দায় অনসূয়ার শুরুটা বাংলা সিনেমা দিয়েই। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ সিনেমার মাধ্যমে অভিষেকের পর কাজ করেছেন সৃজিত মুখার্জির সঙ্গেও। এই পরিচালকের ‘রে’ সিনেমায় দেখা গেছে তাকে। তবে এরপর বাংলা সিনেমায় তাকে দেখা যায়নি বললেই চলে।

তবে আনন্দবাজারকে এই অভিনেত্রী জানান, তিনি আবারও বাংলা সিনেমায় কাজের জন্য উন্মুখ হয়ে আছেন। জুতসই চিত্রনাট্য এলেই রাজি হয়ে যাবেন।

প্রসঙ্গত, কানে সাড়া জাগানো ‘দ্য শেমলেস’ সিনেমাটি এখনো ভারতে মুক্ত পায়নি। ২০২৫ সালের শুরুর দিকে ভারতের প্রেক্ষাগৃহে সিমেনাটি মুক্তি পেতে পারে।