মার্চ ১৫, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ণ
প্রথমদিনের পরে দ্বিতীয় দিনও বলিউড অভিনেতা অনুপম খের ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ উল্লেখযোগ্য ব্যবসা করেছে। বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটিতে হয়েছে ন্যূনতম প্রচার এবং মার্কেটিং, সেই সঙ্গে স্বল্প বাজেট নিয়ে তৈরি হয়েছে এটি।
মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়িয়েছে এই সিনেমা। কিন্তু বক্স অফিসের দৌড়ে চরম সফল হয়েছে। সিনেমাটিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমারসহ আরো অনেকে।
সিনেমাটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এই সিনেমা। মুক্তির তিন দিন পরেও বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি।
প্রথম দিনে ৩.৫৫ কোটি রূপির ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। দ্বিতীয় দিনে করেছে ৮.৫০ কোটি রূপির ব্যবসা।