ফারজানার টানা দ্বিতীয় ফিফটি, দেড়শো ছাড়াল বাংলাদেশ

খেলা স্লাইড

মার্চ ১৪, ২০২২ ৮:১৩ পূর্বাহ্ণ

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত ফারজানা হক পিংকির। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫২ রানের ইনিংসের পর, পাকিস্তানের বিপক্ষেও হাঁকিয়েছেন অর্ধশতক। তার সঙ্গে জুটি গড়ে দলকে ১৫০ রান এনে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে ২ উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহ ১৬৭ রান। ফারজানা অপরাজিত আছেন ৫২ রানে। অর্ধশতক রানের ইনিংস খেলার পথে তিনি ৮৯ বল মোকাবিলা করে হাঁকিয়েছেন ৫টি বাউন্ডারি। অন্যদিকে জ্যোতি ব্যাট করছেন ৪৪ রানে।

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান আউটের শিকার না হলে, হয়তো দলকে বড় একটা স্কোর এনে দিতে পারতেন ফারজানা। তবে দুর্ভাগ্যকে সঙ্গী করে সে ম্যাচে তাকে ফিরতে হয় মাত্র ৮ রানে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ফারজানা শিকার রান আউটের। তবে এবার ৬৩ বল মোকাবিলায় খেললেন ৫২ রানের ইনিংস। আর আজ তার ব্যাট এখনও চলছে হ্যামিল্টনের পিচে।

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। আসরে এরইমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে জ্যোতি-রোমানারা। দুই ম্যাচে দুই হারে এখনও জয়শূন্য টাইগ্রেস দল। তবে বিসমাহ মারুফদের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়টা তুলে নিতে চায় জ্যোতিরা।

এর আগে ব্যাট হাতে শুরুটাও ছিল আশা জাগানিয়া। শামীমা সুলতানা ও সুপ্তার ওপেনিং জুটিতে আসে ৩৭ রান। ৩০ বল মোকাবিলায় ১৭ রান করে নিদা দারের বলে ক্যাচবন্দী হন শামীমা। তবে একপ্রান্ত আগলে ধরে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন টাইগ্রেস ওপেনার সুপ্তা। তাকে সঙ্গ দিতে দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে আসেন গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি। দুজন যখন দলকে ভালো সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই উইকেটে আঘাত হানেন ওমাইমা। ভুল শটের খেসারত দিয়ে সুপ্তা ফেরেন ৬ রানের আক্ষেপ নিয়। ৫৫ বল মোকাবিলায় ৬ বাউন্ডারিতে সুপ্তার ব্যাট থেকে আসে ৪৪ রান।

নিজেদের ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে নিজেদের এখনও জয়ে রাঙানো হয়নি জ্যোতিদের। বাংলাদেশের মতো পাকিস্তানও টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়হীন।

দেশ ছাড়ার আগে বাংলাদেশের মেয়েরা বলেছিল, নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপটি তারা রাঙাতে চান ভালো খেলে। জয় আদায় করে জায়ান্ট দলগুলোকে চমকে দিতে চায় জ্যোতির দল। যদিও প্রথম দুই ম্যাচে লক্ষ্যপূরণে ব্যর্থ তারা। দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রান আর নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৯ উইকেটের ব্যবধানে। তবে, পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী লাল সবুজের প্রতিনিধিরা। সবশেষ দুই দেখায় টাইগ্রেসদের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তানিরা। এবারের বিশ্বকাপেও শুরুটা খুব বাজে হয়েছে বিসমাহ মারুফের দলের। ৮ দলের আসরে পয়েন্ট টেবিলের তলানিতে পাকিস্তান। বাংলাদেশের অবস্থান একধাপ ওপরে।

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারের পর এবার দুদলের লক্ষ্য জয়ের খাতা খোলা। পরিচিত প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের খেলাটা খেলতে পারলেই জয় ধরা দেবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। দলের বোলিংটা ভালো হয়েছিল প্রথম ম্যাচে, কিন্তু দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি তারা। তাই এ ম্যাচে নিজেদের প্রধান শক্তি বোলিংয়ের দিকে নজর থাকবে তাদের। ব্যাটিংয়েও জ্বলে উঠবেন ফারজানা-রোমানা-শারমিন-শামীমারা এমন প্রত্যাশার কথাই জানাচ্ছেন দলীয় অধিনায়ক। এ ম্যাচে দেশের মানুষকে জয় উপহার দিয়ে আনন্দের উপলক্ষ্য এনে দিতে চান বাংলাদেশের মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *