প্রিয়াংকার ‘সোনা’র বছরপূর্তি

বিনোদন স্পেশাল

মার্চ ৩১, ২০২২ ৯:৪৪ পূর্বাহ্ণ

তারকাদের বিলাসবহুল জীবন দেখে হয়তো অনেকেই ভাবেন, এত ধনসম্পদ তারা মডেলিং-অভিনয় থেকেই উপার্জন করেছেন। কিন্তু এমন অনেক তারকাও আছেন, যারা তাদের পর্দার জীবনের পেছনে একজন পেশাজীবী কিংবা খাঁটি ব্যবসায়ী। তেমনই একজন সফল উদ্যোক্তা প্রিয়াংকা চোপড়া। বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন তার অভিনয় প্রতিভা দিয়ে, তবে এ ছাড়াও তিনি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী।

প্রিয়াংকা বিয়ে করে স্বামী নিক জোনাসের সঙ্গে বিদেশবিভুঁইয়ে হয়েছেন আগেই। আর সেখানেই খুলেছেন নিজের প্রথম রেস্টুরেন্ট ‘সোনা’। ২০২১ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ‘সোনা’ নামে একটি রেস্টুরেন্ট খোলেন প্রিয়াংকা। মূলত আধুনিক ভারতীয় খাবারের স্বাদ পশ্চিমা দেশে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেন দেশি গার্লখ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি ‘সোনা’র এক বছর পূর্তিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রেস্টুরেন্ট নিয়ে মনের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন প্রিয়াংকা চোপড়া।

ইনস্টাগ্রাম পোস্টে রেস্টুরেন্ট ও খাবারের ছবি দিয়ে প্রিয়াংকা লেখেন: ‘আমার পার্টনারদের এবং সোনার অসাধারণ টিম ওয়ার্ক ও তীব্র ইচ্ছার কারণেই এই সফলতা সম্ভব হয়েছে। আমার মন এবং পেট ভরে গেছে, তবুও যেতে হবে বহুদূর।’
আরও পড়ুন: প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে রণবীর-রাশমিকা

৩৯ বছর বয়সী সাবেক এই বিশ্বসুন্দরী নিজেকে বলিউড থেকে নিয়ে গেছেন হলিউডে। সেই সঙ্গে একের পর এক পুরস্কার ঝুলিতে তুলেছেন তিনি । সর্বশেষ ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’-এ দেখা গিয়েছিল প্রিয়াংকাকে। বর্তমানে ‘টেক্সট ফর ইউ’ এবং ‘সিটাডেল’ সিনেমাগুলো নিয়ে ব্যস্ত আছেন পদ্মশ্রী বিজেতা এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *