প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন ফারজানা

খেলা স্লাইড

মার্চ ২৫, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ

প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে এক হাজার রানের মাইলফলকে ফারজানা হক পিংকি।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। ব্যাটসম্যান ফারজানারও জন্য তাই প্রথম মিশন। তবে প্রথমবারই ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন ফারজানা। সবশেষ দুই ম্যাচে ভালো করতে না পারলেও এরই মধ্যে ৬ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৬২ রান। যার মধ্যে দুটি ফিফটিও রয়েছে।

এদিকে ওয়ানডে ক্যারিয়ারে ৪৭ ম্যাচ খেলে প্রথম বাংলাদেশি হিসেবে এক হাজারি ক্লাবে ঢুকে গেছেন নারী এ ক্রিকেটার। ব্যাটিং এভারেজ ২৪.৪৬। স্ট্রাইক রেট ৫০.৫৫। সর্বোচ্চ স্কোর ৭১ -যেটি করেছেন পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে ঐতিহাসিক জয়ের মঞ্চে।

এ ছাড়া ক্যারিয়ারে ৯ ফিফটির দুটি করেছেন চলতি বিশ্বকাপে। এদিকে ফারজানার পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ রুমানা আহমেদের। ৪৮ ম্যাচ খেলে করেছেন ৯৪৮ রান। ব্যাটিং এভারেজ ২৩.৭০। স্ট্রাইক রেট ৫৫.১৮। সর্বোচ্চ স্কোর ৭৫। এ ছাড়া বর্তমান অধিনায়ক নিগার সুলতানা আছেন তৃতীয় পজিশনে। ২৯ ম্যাচে তার সংগ্রহ ৪৯৭।

ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশের মেয়েরা। ইতিহাস তাতেই লেখা হয়ে গেছে। তার ওপর পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে প্রথম জয়তো স্মৃতির ফ্রেমে বাঁধাই করে রাখার মতোই বড় উপলক্ষ্য। তবে এতসব প্রাপ্তির ভিড়ে অপ্রাপ্তিও কম নয়।

বেশ কয়েকটি ম্যাচে দারুণ লড়াই করেও শেষ মুহূর্তে হারতে হয়েছে ব্যাটিং ব্যর্থতায়। দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পাল্লা ভারী ছিল বাংলাদেশের। সেই ম্যাচগুলোতে জয় পেলে আজ হয়তো পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানেই থাকত নিগার সুলতানা জ্যোতিরা।

তবে দলের ব্যাটিং ব্যর্থতার মধ্যেও নিজ নিজ জায়গা থেকে লড়াইটা ঠিকই করে যাচ্ছেন ফারজানা ও রুমানা আহমেদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *