দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। চোটের কারণে ডারবানে অনিশ্চিত টাইগার পেসার শরিফুল ইসলাম। তবে চোট তেমন গুরুতর নয় বলে, ঝুঁকি না নেওয়া সত্ত্বে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ডারবানের কিংসমেডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
শরিফুলের চোট নিয়ে ম্যাচের আগের দিন গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘শরিফুলের একটু অস্বস্তি আছে। ফিজিও ও চিকিৎসক ওকে নিয়ে কাজ করছে। আজকের দিন গেলে বোঝা যাবে। ম্যাচের সকাল পর্যন্ত আমরা দেখব। চেষ্টা করব তাকে যত তাড়াতাড়ি ফিট করা যায়।’
দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে বাংলাদেশের মূল অস্ত্র পেসাররাই। তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল অ্যাটাক প্রোটিয়াদের বিরুদ্ধে টাইগারদের বড় মিসাইল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ভালো কিছু পেতে টিম ম্যানেজমেন্ট তাই তিন জনকেই চান শতভাগ ফিট হিসেবে। তবে চোটের মাত্রা যেমনই হোক না কেন, কোনো ধরণের ঝুঁকি নিতে চাননা সুজন।
এ বিষয়ে সুজন বলেন, ‘ছোট ছোট ইঞ্জুরি নিয়ে ও খেলুক এটা আমি চাই না। আমাদের ভালো বোলার আরও আছে। শরিফুল মূল একজন বোলার, নিউজিল্যান্ডে ভালো করেছে। আমরাও চাই ওর জন্য অপেক্ষা করতে। তবে আমরা ঝুঁকি নিব না।’
সুজন যোগ করেন, ‘ছেলেরা এখন ছোট ছোট ইঞ্জুরি এখন লুকায় না, এটা ভালো। আমরা পুরোপুরি ফিট ও শক্তিশালী দল নিয়েই নামব।’
এদিকে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘হোম ভেন্যু হওয়ায় টেস্টে এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকাই, তবে এক্সপেরিয়েন্স হিসেবে নিলে বাংলাদেশের সুযোগ থাকবে বেশি।’
বিদেশের মাটিতে সাম্প্রতিককালে দুরন্ত ছন্দে বাংলাদেশের পেসাররা। নিউজিল্যান্ডে এবাদত হোসেন কিংবা দক্ষিণ আফ্রিকায় তাসকিন, টাইগার পেস ইউনিটে যেন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিষয়টি মানছেন মুমিনুলও। পেসাররা মেন্টালি এবং ফিজিক্যালি খুব ভালো অবস্থায় আছে, উইকেটে সাহায্য থাকলে ভালো করবে বাংলাদেশ।
এদিকে, তামিমের সঙ্গে উদ্বোধনীতে কে নামবেন সেটিও জানালেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম টেস্টে তামিমের ওপেনিং সঙ্গী হতে পারেন মাহমুদুল হাসান জয়।
এছাড়া ম্যাচ পরিকল্পনা নিয়ে মুমিনুল আরও বলেন, দলে ব্যাটসম্যান না বোলার বেশি খেলানো হবে তা ম্যাচ ডে তে ঠিক করা হবে। উইকেট দেখে পেস বান্ধব মনে হচ্ছে। তবে রান আসবে অনেক।