পুতিন ঘনিষ্ঠ ১৭ রুশ নাগরিকের সম্পদ ফ্রিজ করল জাপান

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ১৫, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ

ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ১৭ রাশিয়ান নাগরিকের সম্পদ ফ্রিজ করেছে জাপান। পুতিনের ঘনিষ্ঠ ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গ এবং ব্যাংকার ইউরি কোভালচুকের পরিবারও তাদের মধ্যে রয়েছেন। দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।  খবর আলজাজিরার।

যে ১৭ জনের বিরুদ্ধে জাপান ব্যবস্থা নিল তাদের মধ্যে ১১ রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার সদস্য।

ইউক্রেনে হামলার পর থেকে এ পর্যন্ত সব মিলিয়ে রাশিয়ার ৬১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিল জাপান।

এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রাশিয়ার ধনকুবেররা। দেশটির ওপর পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার ফলেই বিপুল পরিমাণ অর্থ হারাচ্ছেন তারা।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার হামলার পরই অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। এমন পরিস্থিতিতে রাশিয়ার ২০ ধনকুবেরের সম্পদের প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে।

জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার শীর্ষ ধনীরা ৮০ বিলিয়ন ডলার বা আট হাজার কোটি ডলারের সম্পদ হারিয়েছেন। চলমান নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের কারণে এ ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *