পুতিনকে যে আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক স্লাইড

মার্চ ৫, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এখনই ইউক্রেনে সেনা আক্রমণ থামানোর আহ্বান জানিয়েছেন।

জার্মান সরকারের একজন মুখপাত্র শুক্রবার বিবিসিতে এই তথ্য জানান। খবরে বলা হয়, দুজন ফোনে ঘণ্টাব্যাপী কথা বলেন।

ঘণ্টাব্যাপী এ আলোচনায় দুই দেশের নেতারা শিগগিরই আবারও আলোচনা করার বিষয়ে সম্মত হয়েছেন।

এদিকে আল–জাজিরার খবরে বলা হয়, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক অভিযোগ করেছেন, রাশিয়ার বাহিনী ইউক্রেনে সাধারণ লোকজনকে টার্গেট করে হামলা বাড়াচ্ছে।

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে তিনি ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, এটি পরিষ্কার যে বর্বর নৃশংসতার সঙ্গে পুতিনের বাহিনী ইউক্রেনের সাধারণ জনগণকে লক্ষ্য করে এ আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *