শক্তিশালী লিরিক্স, মর্মস্পর্শী সুর, আকর্ষণীয় কম্পোজিশন। এক গানে এতকিছুর সংমিশ্রণ। গানটির আবেদন যেন কমছেই না। ‘পাসুরি’র বাঁধ ভাঙা মুগ্ধতার জোয়ারে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
আলি শেঠি ও শাই গিলের গাওয়া গানটি ইউটিউবে প্রকাশের পরপরই বেশ সাড়া ফেলেছে। ৭ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ করা হয়য় গানটি। আলী ও ফজল আব্বাসের লেখা গানটিতে সুর করেছেন জুলফি।
পাকিস্তানের কোক স্টুডিওর ১৪ তম সিজনের এই গানটি এ পর্যন্ত প্রায় ১৯ মিলিয়ন মানুষ দেখেছেন। গানটির খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ‘আসুন সমবেদনা, ভালবাসা এবং পরিচয়ের মাধ্যমে সীমানা এবং সেতুর দূরত্ব অতিক্রম করি’ অঙ্গীকারে গাওয়া গানটি নিসন্দেহে সীমানা এবং সেতুর দূরত্ব অতিক্রম করেছে।
ভারতে পাকিস্তানের শিল্পীদের নিষিদ্ধ করার সময় আলী শেঠি ‘পসুরি’ গানটি লেখা শুরু করেছিলেন। গানটি তৈরী করতে আলীর লেগেছিল পুরো একটি বছর। পসুরি গানটিতে সামাজিক-সাংস্কৃতিক প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে।