পাওয়ার হিটিং কোচের সন্ধানে বিসিবি

খেলা

মার্চ ৭, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাওয়ার হিটিং কোচের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, পাওয়ার হিটিং কোচ নিয়োগের ব্যাপারটি আমাদের মাথায় আছে।

গত বছরের শেষ দিকে পাওয়ার হিটিং কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এবার নজর দিল পাওয়ার হিটিং কোচ নিয়োগে।

গত ৩ দিনে নতুন করে দুই কোচের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। পেস বোলিং কোচ হিসেবে টাইগারদের সঙ্গে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার অ্যালন ডোনাল্ড। আর ফিল্ডিং কোচ হিসেবে আসছেন শন ম্যাকডারমট।

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ফিল্ডিং কোচ রায়ান কুক, পেস বোলিং কোচ ওটিস গিবসনের মতো অভিজ্ঞ কোচদের চুক্তির মেয়াদ বাড়ায়নি ক্রিকেট বোর্ড। গুঞ্জন রয়েছে চাকরি ছেড়ে দেওয়ার তালিকায় রয়েছেন ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

ঘন ঘন কোচ পরিবর্তনের ব্যাখ্যায় জালাল ইউনুস বলেন, অন্যান্য দেশে ২-১ বছর পরপরই পরিবর্তন হয়। দল পারফর্ম না করলে অনেক কোচকে বরখাস্ত করে দেয়। একটা অ্যাশেজ হেরেছে বলে ইংল্যান্ড তাদের হেড কোচ সিলভারউডকে বরখাস্ত করেছে। আধুনিক ক্রিকেটে কেউ ৩-৪ বছর কাজ করবে না। আপনি দীর্ঘমেয়াদি কোচ পাবেন না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হওয়ার পর ওই ট্রেন্ড থেকে সবাইকে বের হয়ে আসতে হয়েছে। এখন সবার সংক্ষিপ্ত সময়ের চুক্তি হচ্ছে।

তিনি আরও বলেন, যাদের আমরা পরিবর্তন করেছি তারা প্রত্যেকে দুই বছরের মতো কাজ করেছে। তারপর হয়ত ব্যক্তিগত কারণে থাকছে না; যাদের নিয়ে আসছি তারা যেন দলের সাথে ভালো কাজ করে সেটাই আমাদের উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *