ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আহ্বান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর

ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আহ্বান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক

জুলাই ৩১, ২০২৪ ৮:৩৯ পূর্বাহ্ণ

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ন্যাটোকে এর সদস্যভুক্ত দেশ তুরস্ককে সামরিক জোট থেকে বহিষ্কারের জন্য আহ্বান জানিয়েছে। ন্যাটো সদস্যভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও এ আহ্বান জানান তিনি।

ইসরায়েল কাৎজ বলেন, তুরস্ক সামরিক জোটের সদস্য দেশ থাকলে আন্তর্জাতিক উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

রোববার গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চলমান সামরিক অভিযানের পাশাপাশি লেবানন-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বাড়ানো নিয়ে ইসরায়েলকে হুমকি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এরদোয়ান বলেন, আমাদের এতটা শক্তিশালী হতে হবে যেন ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যা খুশি তাই করতে না পারে। এ সময় তিনি গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের তিনি নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন।

আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল আন্তর্জাতিক সামরিক জোট ইসরায়েলের সদস্য দেশ নয়। এরপরও দেশটির প্রতি পশ্চিমা দেশগুলোর সদয় মনোভাবের জন্য এক প্রকার দাপট দেখিয়ে বেড়ায় বিশ্বে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *