নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি

জানুয়ারি ২৬, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলনের করেছেন উপজেলা কৃষকদল।

২৬ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষকদলের সভাপতি ছৈয়দুল আমিন।
লিখিত বক্তব্যে বলেন বিগত ২৫ জানুয়ারি ২৪ ইং তারিখে ৭১ জন সদস্য বিশিষ্ট নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়। অনুমোদন পাওয়ার পর থেকে কার্যক্রম চালিয়ে যাই এবং ৫ টি ইউনিয়নের পুর্ণাঙ্গ কমিটি সম্পন্নসহ ৪৫ ওয়ার্ডের কমিটি ও গঠন করা হয়।

তিনি আরো বলেন গত ২৫ ডিসেম্বর ২৪ ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি বান্দরবান জেলার নতুন করে কৃষকদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়।আংশিক কমিটির সভাপতি হিসেব যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাকে চিনিনা। তিনি বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা নন সে বহিরাগত। সাধারন সম্পাদক হিসেবে মনির হোসেন ভূঁইয়াকে ও আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে কোনদিন সরব দেখি নাই।

এই কমিটি অর্থ বাণিজ্যের মাধ্যমে অনুমোদন দেওয়া হয় বলে আমরা মনে করি। তাছাড়া বান্দরবান জেলা কৃষকদলের আংশিক কমিটি আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করে সাংগঠনিক নিয়ম তোয়াক্কা না করে উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তি ঘোষনা করে।

সংবাদ সম্মেলনে আরো বলেন আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন সিদ্বান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বর্তমান কমিটিকে বাদ দিয়ে কোন প্রকার পকেট কমিটি দেওয়া হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবে বলে জানান।

তারা এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ সমাধান করার দাবী ও জানান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক আমিনুল হাকিম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ করিম, বাইশারী ইউনিয়ন সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দোছড়ি ইউনিয়ন সভাপতি নুরুল আবছার, সাধারন সম্পাদক রুহুল আমিন সহ নেতা কর্মীরা।