নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

খেলা

মার্চ ২৬, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ

মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের হারে খুব বেশি চিন্তিত নন সাবেক ফুটবলাররা। নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরার অধীনে ফুটবলারদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে বলে মন্তব্য তাদের। ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ভালো করবে বলে মত বাংলাদেশ ফুটবল দলের সাবেক ফুটবলারদের।

বাংলাদেশের নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরার প্রথম মিশন সুখকর হয়নি। নতুন গুরুর অধীনে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে জ্বলে উঠতে পারেনি শিষ্যরা। মালদ্বীপের বিপক্ষে সোহেল রানা-তারিক কাজীরা হেরেছে ২-০ গোলে।

ফুটবলারদের এমন পারফরম্যান্সে অবশ্য খুব বেশি উদ্বিগ্ন নয় সাবেক ফুটবলাররা। একসময় সামলেছেন জাতীয় দলের অধিনায়কের গুরুভার। খেলা ছেড়েছেন অনেক আগে । তবে দেশের ফুটবল নিয়ে এখনো ভাবেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোঃ ইলিয়াস হোসেন জানান নতুন কোচের কাছ থেকে ভালো কিছু পেতে তাকে সময় দিতে হবে। ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ভালো করবে বলেও বিশ্বাস তারা

তিনি বলেন, ‘আমাদের টিম অনুযায়ী যতটুকু রেজাল্ট হয়েছে একবারেই খারাপ হয় নি। আগামী ২৯ তারিখ সিলেটে খেলা আছে, ওই ম্যাচটা আমরা দেখি, তখন অনেকটাই বোঝা যাবে যে, আমাদের টিমের স্ট্রেন্থটা কোন পর্যায়ে আছে, কোন জায়গায় দূর্বলতা আছে। আমি মনে করি তাকে একটু সময় দিলে আমাদের ফুটবল ভালো জায়গায় আসবে বলে আমার প্রত্যাশা।’

বাংলাদেশ দলের সাবেক গোলরক্ষক নিজাম মজুমদার দলের এই পারফরম্যন্সে হতাশ নন। তিনি মনে করেন নতুন কোচের সঙ্গে মানিয়ে নিয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচেই ঘুরে দাঁড়াবে লাল সবুজরা।

‘এই এগজিবিশন ম্যাচগুলো খেলা মানে কম্বাইন্ডনেস আনা, দেশের জন্য, টিমের জন্য। সো আমি হতাশ না।আমি ভবিষ্যতের জন্য খুব আশাবাদী এই কোচের কাছে যে, ভালো ফুটবল অবশ্যই বাংলাদেশ খেলবে। ফার্স্ট এগজিবিশন ম্যাচে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো নিয়ে কাজ করলে মঙ্গোলিয়ার সঙ্গে জেতাটা আমাদের জন্য কঠিন হবে না।’ -বললেন নিজাম মজুমদার।

আগামী ২৯ মার্চ ঘরের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *