আগামী প্রজন্মের বিজ্ঞানমনস্ক চেতনাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও রাজধানীর নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে “নটর ডেম বার্ষিক বিজ্ঞান মেলা ২০২১ ও ৩১তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা”। ৬৬ বছরের পথচলায় নিজস্ব ঐতিহ্য বজায় রেখে নটর ডেম বিজ্ঞান ক্লাব এবারও বড় পরিসরে আয়োজন করছে এই বিজ্ঞানমেলার যার পর্দা নামবে আগামী ১০ মার্চ। ১০, ১১, ১২ ও ১৩ মার্চ চারদিনব্যাপী হবে এই বিজ্ঞানমেলা।
প্রতিবারের মতোই এবারও বাংলাদেশসহ বিশ্বের মোট ১২টি দেশের ২৫০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০০০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে মেলায়। এবারের বিজ্ঞানমেলায় সর্বমোট ১০টি ইভেন্ট এবং একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। বিজ্ঞানভিত্তিক প্রকল্প, দেয়াল পত্রিকা, রচনা, অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, ক্রসওয়ার্ড, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, রুবিক্স কিউব সলভিং, রোবট কম্পিটিশন, স্বতৈরিকৃত গাড়ি প্রতিযোগিতা, ওয়েব পেজ ডিজাইনিং এবং আরও অনেক চমকপ্রদ এবং আকর্ষণীয় সেগমেন্ট। এর সাথে সাথে এবার অনুষ্ঠিত হবে ৩১তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।
এবারের বিজ্ঞানমেলাকে ব্যতিক্রমধর্মী করতে বিজ্ঞান-উন্নয়নমূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে “সায়েন্স ক্লাব কনভোকেশন” নামে; যেটি ১২ মার্চ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সকল বিজ্ঞান ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিজ্ঞানমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এআইইউবি এর ভিসি চার্লস ভিলানুয়েভা এবং তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করবেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি এবং সঞ্চালনা করবেন নটর ডেম বিজ্ঞান ক্লাবের মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও। মেলায় আয়োজকরা দেশের সর্বস্তরের শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজ্ঞান চর্চার মাধ্যমে মানব কল্যাণ করাই নটর ডেম বিজ্ঞান ক্লাবের মূল প্রতিপাদ্য।