দেনমোহরের জন্য যতটুকু দৌড়ানোর দৌড়বো: সুবাহ

বিনোদন স্লাইড

মার্চ ১৩, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন। বিয়ের এক মাস না পেরোতেই সেই সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেন এই নায়িকা। এমনকি এই ইলিয়াসর বিরুদ্ধে একাধিক মামলাও করেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন সুবাহ। সেখানে তিনি বলেন, ইসলামী শরিয়ত অনুযায়ী তার স্বামীর উচিত দেনমোহর শোধ করে দেওয়া। একটা মেয়ে তার স্বামীর কাছে যখন দেনমোহর চাইবে তখন তার স্বামী তা দিতে বাধিত থাকবে। আর যদি সে না দেয় তবে তার জন্য আইন আছে।

ইলিয়াস ও তার চলমান ইস্যু টেনে সুবাহ বলেন, আমার অধিকার আমি ছাড়বো কেনো? মামলা দিয়েছি সেটা আলাদা বিষয় আর দেনমোহর আলাদা। আমার দেনমোহর আমি পাই সেটা আমাকে দিয়ে দেবে। এটা নিয়ে এতো নাটকের কিছু নাই। আমার হক আমি আদায় করবো। এটার জন্য যতটুকু দৌড়ানো দরকার আমি দৌড়বো।

প্রসঙ্গত, চার বছর আগের কথা। ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। তাদের সেই আলোচিত প্রেমের ইতি ঘটেছে আগেই। সুবাহর প্রেমকে পায়ে ঠেলে সদ্য বিদায়ী বছরের (২০২১ সাল) বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির।

এদিকে সুবাহর চোখে ইলিয়াস দেখতে নাসিরের মতো। আর তাই তিনি এই গায়কের প্রেমে পড়েন। এমনকি তারা বিয়ে করে সংসার পাতেন। তার পরের চিত্র জানতে আর কারো বাকি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *