মার্চ ২৮, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়ে অনন্য অবদান রাখেন তাসকিন আহমেদ। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ২০ বছর পর আফ্রিকায় প্রথম জয়ে ৩ উইকেট শিকার করেন তাসকিন।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। তার গতির মুখে পড়ে ১৫৪ রানেই অলআউট হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে সেদিন ৯ উইকেটের বিশাল জয়ে আফ্রিকার মাঠে ২০ বছরে চতুর্থবারের চেষ্টায় প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
আফ্রিকা সফরে নান্দনিক পারফরম্যান্স করে রীতিমতো উড়ছেন তাসকিন। টকশো থেকে শুরু করে চায়ের আডডায়ও প্রশংসা হচ্ছে তাসকিনের। উড়তে থাকা এই তারকা পেসারকে এই পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
রোববার মিরপুরে মাশরাফি বলেন, তাসকিন যে কঠোর পরিশ্রম করেছে সেটির ফল মিলছে। এখন ওর মূল সময় যাচ্ছে। এখন গুরুত্বপূর্ণ হলো সে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে। এই যেমন আপনারা আমাকে প্রশ্ন করছেন ওকে নিয়ে, দেশে ফেরার পর ওকে নিয়ে অন্যরকম আবহ তৈরি হবে। মিডিয়া তার পেছনে থাকবে, লোকজন থাকবে। এসবকে নিয়ন্ত্রণ করা ও মাটিতে পা রেখে ঠিক কাজগুলো বারবার করে যাওয়া, তার কাজ যে শুধু মাঠেই, বাইরে নয়, এসবকে ক্রমাগত বুঝে চলা, তার জন্য গুরুত্বপূণ।
ঢাকা লিগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফি আরও বলেন, আমি নিশ্চিত, সে পারবে। ক্যারিয়ারের শুরুতে ৫ উইকেট নিয়েছিল, তারপর সেটব্যাক ছিল। সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। অনুধাবন করতে পেরেছে বলে এ পর্যন্ত এসেছে। আশা করি, এটা চলতে থাকবে।