তামিমের ডাকে বিপিএলে এসে রোমাঞ্চিত আফ্রিদি

তামিমের ডাকে বিপিএলে এসে রোমাঞ্চিত আফ্রিদি

খেলা স্পেশাল

ডিসেম্বর ২৯, ২০২৪ ৭:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে অংশ নিতে এসেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি ও তার জামাই শাহিন শাহ আফ্রিদি।

তামিম ইকবালের ডাকে সাড়া দিয়ে ফরচুন বরিশালের হয়ে খেলবেন পাকিস্তানের এ সময়ের তারকা পেস বোলার শাহিন শাহ আফ্রিদি।

ক্রিকেট থেকে অবসরে কোচিংয়ে ক্যারিয়ার গড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি আসছেন চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে। তিনি এর আগে বিপিএলের ছয় আসরে খেলেছেন।

গতকাল রাতেই ঢাকায় এসেছেন শাহিন শাহ আফ্রিদি। আজ অনুশীলন করতে দেখা যায় বরিশালের সতীর্থদের সঙ্গে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে শাহিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

প্রতিপক্ষ দলে নিজের শ্বশুর প্রসঙ্গে শাহিন আফ্রিদি বলেন, ‘শহিদ আফ্রিদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা খুব ভালো ব্যাপার। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলবেন না। তাই মাঠে আমাদের মুখোমুখি হতে হবে না (হাসি)। তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন।’

বিপিএলে প্রথমবার এসে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলা প্রসঙ্গে শাহিন আফ্রিদি বলেন, ‘আমার জন্য বিপিএলে আসার পেছনে সবচেয়ে বড় কারণ তো তামিম ইকবালের ফোন কল। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত।’

শাহিন আফ্রিদি আরও বলেন, ‘আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক কিছু শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। আমি জানি, অনেক পাকিস্তানি এখানে খেলেন। আমি প্রথমবার খেলব। দেখা যাক, ক্রিকেট কেমন হয়। এরপর আমি তুলনা করতে পারব।’

এক প্রশ্নের জবাবে পাকিস্তানের তারকা পেসার বলেন, ‘সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছেন। তামিম খেলছেন। জাতীয় দলের সবাই খেলছেন। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।’