ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেতে এখন থেকে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া এম. ফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার থিসিস পেপার অনলাইনে সবার জন্য উন্মুক্ত থাকবে।
সভায় এম. ফিল ও পিএইচডি গবেষকদের গবেষণার জন্য অর্থ বরাদ্দের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মৌলিক গবেষণায় আরও বেশি আগ্রহ প্রদানের লক্ষ্যে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য পিএইচডি বাধ্যতামূলক করা হয়েছে।
আগামী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হবে বলেও জানান তিনি।