ডিসেম্বর ৩১, ২০২৪ ৬:৫৯ পূর্বাহ্ণ
কদিন আগেই গ্লোবাল সুপার লিগ শিরোপা জিতে এসেছে রংপুর রাইডার্স। বিপিএলের প্রথম ম্যাচেও যার ছাপ স্পষ্ট। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের দল। ঢাকাকে ১৯২ রানের কঠিন টার্গেট ছুড়ে রংপুর ম্যাচে জয় তুলেছে ৩০ রানের বড় ব্যবধানে।
লক্ষ্যটা বড় হলেও ঢাকাকে আশা দেখিয়েছিলেন দলটির দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। উদ্বোধনী জুটিতেই আসে ৬৫ রান। এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে হয়েছে দলটিকে। দায়িত্ব নিতে পারেননি দলটির আর কোনো ব্যাটার। শেষ পর্যন্ত ঢাকার ইনিংস থেমেছে ১৫১ রানে।
দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩১ রান আসে লিটনের ব্যাট থেকে। ২১ বলে ৩০ রান করেন তানজিদ। রংপুরের বোলারদের মধ্যে একাই চার উইকেট তুলেছেন দুর্দান্ত ছন্দে থাকা শেখ মাহেদী।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে দ্রুত উইকেট হারালেও মাঝে রংপুর রাইডার্সকে শক্ত ভিত গড়ে দিয়ে যান ইফতিখার আহমেদ ও সাইফ হাসান। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ঢাকা ক্যাপিটালসকে ১৯২ রানের চ্যালেঞ্জিং পাইয়ে দেন সোহান ও খুশদিল শাহ।
৩৩ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন সাইফ। খানিক পর ৩৮ বলে ৪৯ রান করে ফেরেন ইফতেখার। এরপর খুশদিলকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন সোহান। অধিনায়ক সোহান ১১ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে আসেন খুশদিল।
এই ব্যাটার শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রংপুরকে নিয়ে যান ১৯০ এর ঘরে। খুশদিলের ২৩ বলে ৩ ছক্কা ও চারে ৪৬ রানের ইনিংসে ৬ উইকেটে ১৯১ রানে থামে রংপুরের ইনিংস।