মোক্তার হোসেন, ডুমুরিয়া (খুলনা)
‘মুজিববর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার’ এই স্লোগানকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা চত্বরে র্যালি শেষে শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে ডুমুরিয়া কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা ডেপুটি কমান্ডার চন্দ্র কান্তি তরফদার, ডুমুরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল লইসটলাম মানিক, ডুমুরিয়া উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু বক্কর সিদ্দিক, ডুমুরিয়া মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন তরফদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার। এছাড়াও সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।