মোক্তার হোসেন
ডুমুরিয়ায় সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করবে উপজেলা বিএনপি। সকল সম্প্রদায়ের মানুষকে একত্রে নিয়ে বসবাস করতে চাই। হিন্দু সম্প্রদায়ের আগত দূর্গাপূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পূর্বের চেয়েও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।
এজন্য সকল সহযোগিতায় থাকবে উপজেলা বিএনপি। দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গোটা দেশকে একটি শান্তির জনপদ হিসেবে দাঁড় করানো হবে এটাই আমাদের অঙ্গীকার। এজন্য আমরা বদ্ধ পরিকর। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি আয়োজিত রঘুনাথপুর বাজারে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ এসব কথা বলেন। রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ কুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন,মোল্লা কবির হোসেন, শেখ শাহীনুর রহমান, নিত্যানন্দ মন্ডল, পরিতোষ বালা, শাহাজান জমাদ্দার, মাষ্টার আমিরুল হালদার, অধ্যাপক আমানুল্লাহ, এফ এস সরোয়ার, মেম্বর নুর ইসলাম, সাহিদুজ্জামান বাবু, আমিনুর রহমান, ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ী মঠ কমিটির নেতা এ্যাডভোকেট অশোক কুমার সিংহ, মাষ্টার আইয়ুব মাহমুদ, সেলিম হালদার, তপন কুমার সাহা, অশোক আচার্য, অভিজিৎ কুন্ডু, পরিমল কুন্ডু, পরিতোষ বৈরাগী, প্রদীপ দেবনাথ, টুটুল কুন্ডু, জয়দেব সাহা, অমর সাহা, দীলিপ মন্ডল, তরুণ পাল, অমর দেবনাথ, শিবপদ বিশ্বাস, অমরকৃষ্ণ, নেপাল দেবনাথ, তুষার দত্ত-সহ হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ও পরে দিনব্যাপী আয়োজিত সমাবেশে সদর কালিবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল বৈরাগীর দিক নির্দেশনায় উপজেলার মিকশিমিল মন্দির, শোলগাতিয়া শ্রী শ্রী পঞ্চানন মন্দির, বান্দা বটতলা মন্দির, মধুগ্রাম রাজবংশীপাড়া মন্দির, কুলটি সার্বজনীন মন্দির সহ বিভিন্ন মন্দিরে শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।