‘ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাঙালির সৃজনশীলতা তুলে ধরতে হবে’

বিজ্ঞান ও প্রযুক্তি

মার্চ ২৯, ২০২২ ৮:৫৫ পূর্বাহ্ণ

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের হস্তশিল্প বিশেষ করে মসলিন, খদ্দর, তাঁত, হাতের কাজ, মৃৎ ও কাসার শিল্প কিংবা জামদানি পৃথিবীতে বাঙালির সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত। মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের আবহমান সংস্কৃতিসহ সাধারণ মানুষের সৃজনশীলতা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে সরকার বদ্ধপরিকর।

রোববার (২৭ মার্চ) রাজধানীর শাহবাগে কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের ‘হস্তশিল্প আর ডিজিটাল প্রযুক্তির সম্মিলনে শুরু হোক বিশ্ব যাত্রা‘ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিব বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

‘সৃজনশীল থাই‌্ল‌্যান্ড’ কর্মসূচির দৃষ্টান্ত তুলে ধরে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের হস্তশিল্প, মৃৎশিল্প, কারুশিল্পসহ লোক সংস্কৃতির মিশ্রনে উৎপাদিত পণ‌্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় ও গ্রহণযোগ‌্য করে তুলতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আজ পঞ্চম শিল্প বিপ্লবে নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে এবং উন্নত, সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করছে।

ডিজিটাল মার্কেটিংয়ের জন‌্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আমাদের ঐতিহ‌্যবাহী কারুশিল্প কিংবা হস্তশিল্পকে পৃথিবীব‌্যাপী ছড়িয়ে দেওয়ার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালের সেপ্টেম্বরে কারিকা বাংলাদেশের জাতীয় হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন যা আমাদের হস্তশিল্প, মৃৎশিল্প, কারুশিল্পসহ লোক সংস্কৃতির বিকাশে তার অসীম পৃষ্ঠপোষকতার এক অনন‌্য দৃষ্টান্ত।

মন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিধন‌্য কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডকে ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, বঙ্গবন্ধু সমবায়ের ওপর গুরুত্ব দিয়েছেন। আপনারা সমবায়ের ভিত্তিতে কাজ করে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিন। বঙ্গবন্ধুর স্মৃতিধন‌্য প্রতিষ্ঠানটির এগিয়ে নিতে হবে, একে ধ্বংস হতে দেওয়া যাবে না। আপনাদের প্রসারে সম্ভাব‌্য যে কোনো সহায়তা করবো। ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আপনাদের পাশে থাকবো বলে মন্ত্রী দৃঢ় প্রত‌্যয় ব‌্যক্ত করেন।

এর আগে ফিতা কেটে মন্ত্রী কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের ‘হস্তশিল্প আর ডিজিটাল প্রযুক্তির সম্মিলনে শুরু হোক বিশ্ব যাত্রা‘ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম এবং কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের চেয়ারম‌্যান জরিনা সাইদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি পণ‌্যের গুণগতমান, ডিজাইন ও ব‌্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *