টেবিলে আঘাত করেও ভাঙা যাচ্ছে না পরোটা!

টেবিলে আঘাত করেও ভাঙা যাচ্ছে না পরোটা!

মজার খবর স্পেশাল

ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ

পরোটা হবে মোলায়েম ও নরম; সহজেই ছিঁড়ে খাওয়া যাবে। অথচ এমন একটি পরোটা আবিষ্কার করেছেন ভারতের সাক্ষী জেইন নামের এক তরুণী যে পরোটা ছেড়া তো দূরে থাক, ভাঙাও যেন দুষ্কর।

শক্ত পরোটার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন সাক্ষী জেইন। ক্যাপশনে হোস্টেলের খাবারকে ব্যঙ্গ করে লিখেছেন, হোস্টেলের খাবার বলে কথা!

ভিডিওতে দেখা যায়, হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে কাঠের টেবিলে আঘাত করে এবং চাপ দিয়ে পরোটাটি ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করছেন সাক্ষী জেইন। তবে তা এতো শক্ত যে কোনোভাবেই ভাঙছে না। এ সময় সাক্ষীকে ব্যঙ্গ করে বলতে শোনা যায়, কেউ এটা কীভাবে খাবে?

লাইক আর কমেন্টের বন্যায় ভেসে গেছে ওই ভিডিও ক্লিপটি। প্রায় ৬০ হাজরের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।

ভিডিওটির পোস্টে এক টুইট ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটি একটি হাতুড়ি পরোটা, লোহার চাল দিয়ে বানানো হয়েছে। অন্য একজন লিখেছেন, এমন অদ্ভুত পরোটা আমাদের ছাত্রাবাসেও মাঝে মাঝে পাওয়া যায়।

আরেকজন লিখেছেন, আমার কাছে একটি বুদ্ধি আছে, পরোটাটির উভয় পাশে পানি দিয়ে স্প্রে করুন, এরপর কয়েকমিনিট ওভেনে রেখে দিন। তাহলে ঠিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *