টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মেটা বাজারে আনছে নতুন অ্যাপ

টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মেটা বাজারে আনছে নতুন অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি

মার্চ ১২, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ

টুইটারের মতো এবার আরও একটি প্লাটফর্ম আনছে মেটা। ফেসবুকের প্যারেন্ট সংস্থা সর্ম্পকে এমন খবরই উঠে এসেছে সম্প্রতি। আর এই নতুন প্লাটফর্মের রূপরেখার সঙ্গে অনেকটাই সাদৃৃশ্য থাকবে জার্মান ডেভেলপারের তৈরি সোশ্যাল প্লাটফর্ম মাস্টডনের।

মেটার এক মুখপাত্রের পক্ষ থেকে ‘দ্য ন্যাশনালকে’ টেক্সট শেয়ারিং আপডেটের ব্যাপারে এমনটাই জানানো হয়েছে।

ইনস্টাগ্রাম ব্রান্ডের নামেই এই প্লাটফর্মকে লঞ্চ করার কথা রয়েছে। ইন্সটাগ্রামের লগইন আইডির প্রোফাইল ব্যবহার করে চালানো যাবে  এই ওপেন সোর্স টেক্সট অ্য়াপ।

জানুয়ারীতে ইনস্টাগ্রামে মোট ফলোয়ারের সংখ্যা ছিল ২ বিলিয়নের কাছাকাছি। এর পাশাপাশি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.৯৩ বিলিয়ন এবং ২ বিলিয়নের কাছাকাছি। তার চেয়ে টুইটার ব্যবহারের সংখ্যা অনেকটাই কম। ৫৫৬ মিলিয়নের কাছাকাছি।

‘P92’ এই কোড নামে টেক্সট ম্যাসেজিং অ্যাপ তৈরির কাজ চালু রয়েছে বলে জানা গেছে। তবে এই অ্যাপ কবে তা লঞ্চ করবে তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *