জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা

বিনোদন

মার্চ ১৪, ২০২২ ১১:০৯ পূর্বাহ্ণ

চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি এখন জনপ্রিয় উপস্থাপকও। গত কয়েক বছর ধরে নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছেন তারা। এভাবে তারা উপস্থাপনার জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও উপস্থাপনা করবেন ফেরদৌস-পূর্ণিমা। আগামী ২৩ মার্চ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। এখন এটির রিহার্সাল করছেন এই তারকা জুটি।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘উপস্থাপনার কাজটি যথেষ্ট উপভোগ করি আমি। তাই ভালো কোনো অনুষ্ঠানের উপস্থাপনার প্রস্তাব আসলে ফিরিয়ে দেই না। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান যথেষ্ঠ মর্যাদাপূর্ণ। এ ধরনের অনুষ্ঠানের কাজ করে মানসিক শান্তিও পাওয়া যায়। আশা করছি এই অনুষ্ঠানটি সাবলীলভাবেই উপস্থাপনা করতে পারব।’

এটি ছাড়া ফেরদৌস একগুচ্ছ সিনেমার কাজে ব্যস্ত আছেন। অন্যদিকে পূর্ণিমাও সিনেমার কাজের পাশাপাশি আরও কয়েক ধরনের কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *