চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা

খেলা

মার্চ ৩১, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছিল পুরুষ দল। তবে নারী দল হতাশ করেনি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলের জয়ে শেষ চারের সমীকরণ নিজেদের অনুকূলেই ছিল বার্সেলোনার।

তবে দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলতে নেমে বুধবার (৩০ মার্চ) শুরুতে বড় ধাক্কাই খেয়েছিল স্বাগতিকরা। ১-২ গোল ব্যবধানে পিছিয়ে পড়ার পর শেষমেশ ঘুরে দাঁড়িয়েছে ৫-২ করে। আর তাতে দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানের বড় জয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনার নারী দল।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে নারী দলকে উৎসাহ দিতে প্রায় ৯২ হাজার দর্শক হাজির হয়েছিল এদিন, যা নারী ফুটবল ইতিহাসে নজিরবিহীন। নারী দলকে অনুপ্রেরণা দিতে মাঠে উপস্থিত ছিলেন পুরুষ দলের কোচ জাভি হার্ন্দাদেজও।

এমন উৎসবমুখর পরিবেশে ম্যাচের ৮ মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন মারিয়া পিলার। তবে এরপরই আক্রমণ দাগায় রিয়াল মাদ্রিদ। ১৬তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে তারা। ১-১ সমতায় বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় রিয়াল।

রিয়ালের এগিয়ে যাওয়ার পর কিছুটা শঙ্কা চেপে বসেছিল ন্যু ক্যাম্পে। সমর্থকদের মনে তখন একরাশ দুশ্চিন্তা। তবে তাদের দুশ্চিন্তা বেশিক্ষণ টিকতে দিল না দল। একের পর এক গোল করে শেষ পর্যন্ত ব্যবধান ৫-২ করে তারা।

এমন জয়ের পর আবেগ চেপে রাখতে পারেননি বার্সেলোনা নারী টিমের অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেলাস। বলেন, শৈশব থেকেই বার্সা আমার স্বপ্নের জায়গা। কখনো ক্যাম্প ন্যুতে খেলতে পারব ভাবিনি। উল্লেখ্য, বার্সেলোনার নারী টিম প্রথমবারের মতো এদিন ক্যাম্প ন্যু তে খেলার সুযোগ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *