চোর ও পুলিশ দু’পক্ষকেই বিপাকে ফেলবে আইফোনের নতুন ফিচার

চোর ও পুলিশ দু’পক্ষকেই বিপাকে ফেলবে আইফোনের নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

নভেম্বর ১৫, ২০২৪ ৬:২৫ পূর্বাহ্ণ

চোর ও পুলিশ দুই পক্ষকেই বিপাকে ফেলছে আইফনের নতুন ফিচার। স্মার্টফোনের নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করা কঠিন করে তুলছে ফিচারটি। দীর্ঘ সময় আইফোন আনলক করা না হলে নতুন ফিচারের মাধ্যমে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়।

এক প্রতিবেদনে বলা হয়, কিছু আইফোন মডেল ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তারা। তবে এসব স্মার্টফোনের সুরক্ষা ব্যবস্থা বাইপাস করতে গেলেই তা স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাচ্ছিল। এতে ফোনের নিরাপত্তা ভেঙে তথ্য সংগ্রহ করা আরও কঠিন হয়ে উঠছে।

গবেষণা সংস্থা ৪০৪ মিডিয়ার বলছে, পুলিশ শুরুতে ভেবেছিল অ্যাপল হয়তো এমন কিছু করেছে, যার মাধ্যমে আইফোন কোনো অন্য ডিভাইসের সংকেত পেয়ে রিবুট হতে পারে।

তবে সাইবার সিকিউরিটি গবেষক জিসকা জানান, নতুন ফিচারটি নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত নয়। ‘ইনঅ্যাক্টিভিটি রিবুট’ ফিচারটির কাজ হলো যদি আইফোনটি একটি নির্দিষ্ট সময়ের বেশি আনলক না করা হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাবে। যখন কোনো আইফোনকে চার দিনের জন্য আনলক করা হয় না, তখন নতুন ফিচারটি ফোনটিকে স্বয়ংক্রিয়ভাবে রিবুট করে দেয়। ফলে চোর বা পুলিশ যদি কোনোভাবে ফোনটি আনলক করে নেয়ও, তার পরও কিছুক্ষণ পর ফোনটি আবার লক হয়ে যাবে।

আইফোনগুলোয় মূলত দুই ধরনের এনক্রিপশন থাকে। যখন ফোন লক থাকে, তখন এটি সর্বোচ্চ নিরাপত্তা মোডে থাকে। এ অবস্থায় ফোন থেকে তথ্য চুরি করা প্রায় অসম্ভব। কিন্তু যখন ফোন আনলক থাকে, তখন বিশেষ টুল ব্যবহার করে ফোন থেকে তথ্য চুরি করা সম্ভব। নতুন ফিচারটি ফোনকে সব সময় সর্বোচ্চ নিরাপত্তা মোডে রাখে। ফলে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *