চেয়ারটা নিয়ে কেন এত যুদ্ধ? যা বললেন নিপুণ

বিনোদন স্পেশাল

মার্চ ৭, ২০২২ ২:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদের চেয়ারে বসা নিয়ে রীতিমতো যুদ্ধে নেমেছেন জায়েদ খান ও নিপুণ আক্তার।

শুক্রবার শপথ গ্রহণ করে সাধারণ সম্পাদকের চেয়ারে জায়েদ খান।

এর দুদিন পরই গতকাল সন্ধ্যায় জায়েদের প্রতিপক্ষ চিত্রনায়িকা নিপুণ বসেন ওই চেয়ারে।

রোববার দুপুরে জায়েদের পক্ষে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

এ খবর শোনা মাত্র এফডিসিতে ছুটে যান চিত্রনায়িকা নিপুণ। গিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসে পড়েন।

জায়েদ থেকে ফের নিপুণের চেয়ার দখলের পর প্রশ্ন ওঠে – কী এমন লোভনীয় এই চেয়ার যে এতো যুদ্ধ করতে হবে?

জবাবে চেয়ারে বসার জন্য এ লড়াই নয় বলে মন্তব্য করেছেন নিপুণ।

সাংবাদিকদের নিপুণ বলেন,‘চেয়ারটা নিয়ে কেনো এত যুদ্ধ? আমি কিন্তু প্রথম থেকেই বলেছি, আমি এই চেয়ারটা নিয়ে যুদ্ধ করছি না। আমার যুদ্ধটা আসলে একজন অপশিল্পীর বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে। আমাকে বলা হয়েছিল, কোর্টের বারান্দায় বারান্দায় না ঘুরে আমি যেন অভিনয় করি। আমি এখনও কাজ করে যাচ্ছি। আমি খুব ভালো দুটি ব্যবসা চালাই। যখন আপনি আমাকে কোর্টে নিতে বাধ্য করেছেন, তখন আমি তো কোর্ট যাবোই। আমি গিয়েছি, এবং আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *