চিলিকে পাত্তাই দিলো না ব্রাজিল

খেলা স্লাইড

মার্চ ২৫, ২০২২ ৮:৩৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। এ নিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত সেলেকাওরা। ১৩ জয় আর ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে দুয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার পয়েন্ট ৩৫।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে আগেই, তবে সবশেষ কয়েকটি ম্যাচে দলের সেরা তারকাদের ইনজুরিতে ঠিক যেন ছন্দে ছিল না ফুটবল পরাশক্তিরা। তবে চিলির বিপক্ষে আবারও সেই দাপুটে ব্রাজিলকেই দেখা গেল। ইনজুরি কাটিয়ে দলে ফিরেই জ্বলে উঠলেন নেইমার, গোলের দেখা পেলেন ভিনিসিয়াস জুনিয়র, ফিলিপে কৌতিনিয়োরাও।

রিও ডি জেনেরিওর ঘরের মাঠে ম্যাচের ৫৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে সেলেকাওরা। গোলমুখে তারা শট নেয় ১৮টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নেইমারদের।

ম্যাচের প্রথম মিনিটেই অ্যান্তোনির নেওয়া শট আটকে দেন চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো। এরপর পাল্টা আক্রমণে কিছুটা দাপট দেখায় সফরকারী চিলিও। ২১ তম মিনিটে চিলির সানচেজের বল অল্পের জন্য লক্ষ্য ভেদ করেনি। গোলবারের ওপর দিয়ে যায়।

আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে প্রধমার্ধের হুইসেল বাজার ঠিক চার মিনিট আগে অর্থাৎ ৪১ তম মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন দীর্ঘদিন পর দলে ফেরা নেইমার। নেইমারের পর প্রধমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়াস জুনিয়র। চোখজুড়ানো শটে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *