চড় মারার জন্য স্মিথ কি তার অস্কার হারাতে পারে?

বিনোদন স্পেশাল

মার্চ ২৯, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৯৪তম অস্কারের। পুরস্কারের মঞ্চে সঞ্চালকের সঙ্গে রসিকতা হলেও হাতাহাতির ঘটনা বিরল। এবারের অস্কারের মঞ্চে ঘটল তেমনি একটি নজিরবিহীন ঘটনা।

স্ত্রীর অসুস্থতা নিয়ে অস্কারের মঞ্চে রসিকতা করায় চটে গিয়ে উপস্থাপক ক্রিস রককে কষে থাপ্পড় দিয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়া উইল স্মিথ। থাপ্পড়ের সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন ঘটনা দেখে প্রশংসা এবং সমালোচনায় ভাসছে নেট দুনিয়া।

এদিকে এমন কাজের জন্য স্মিথ কি অস্কার হারাতে পারেন এমন প্রশ্ন কড়া নাড়ছে সমালোচকদের মনে। এদিকে অস্কার কর্তৃপক্ষের টুইটার অ্যাকাউন্ট  দ্য একাডেমিতে দেওয়া একটি পোস্ট চিন্তায় ফেলে দিয়েছে ভক্তদের।

স্ত্রীর অসম্মান সহ্য করতে না পেরে স্মিথ এমন প্রতিবাদ করলেও অস্কার কর্তৃপক্ষ বলছে ‘একাডেমি কোনও ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয় না।’ টুইটারে এমন পোস্ট দেখে অনেকেই ধারণা করছে অস্কার হারাতে পারেন উইল স্মিথ। 

এদিকে পুরস্কার পাওয়ার পর স্মিথ বলেন,  ‘আমি আশা করছি একাডেমি আমাকে আবার আমন্ত্রণ জানাবে। এছাড়াও স্মিথ তার বক্তব্যে বলেন, ‘প্রেম আপনাকে পাগল করে দেবে।’

৫৩ বছর বয়সী এ অভিনেতা তার বক্তৃতায় আবেগআপ্লুত হয়ে ঘটনাটির জন্য একাডেমির কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন। এদিকে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে, উপস্থাপক রক পুলিশ রিপোর্ট দায়ের করতে অস্বীকার করেছে। তাই এ ঘটনার এখানেই শেষ নাকি সামনে কোনো নতুন সিদ্ধান্ত অপেক্ষা করছে সেটাই দেখার বাকি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *