এএইচএফ কাপ হকিতে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে বৃহষ্পতিবার (১৭ মার্চ) ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা রাখতে বদ্ধ পরিকর লাল-সবুজরা। ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৪৫ মিনিটে।
এএইচএফ কাপ হকিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ। টানা ৩ বার এই টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব নিজেদের দখলে রেখেছে আশরাফুল আলম, সোহানুর রহমান সবুজরা। টানা চারবার চ্যাম্প্যিয়ন হওয়ার লক্ষ্য এবার লাল সবুজদের।
এবারের আসরেও দুর্বার গতিতে ছুটছে সারোয়ার হোসেনের দল। প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নির্ভার থাকলেও লাল-সবুজদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ চারের টিকিট নিশ্চিত করা।
অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচ ইনজুরি নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ কোচ কৃষ্ণমূর্তি গোবিনাথান। সেমিফাইনাল দলের সবাইকে পুরোপুরি ফিট রাখতে চান গোবিনাথান। তাই সম্ভাবনা আছে গুরুত্বপূর্ণ কয়েক জনকে বিশ্রামে রাখার।
এবিষয়ে কৃষ্ণমূর্তি গোবিনাথান বলেন, ‘আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করেছি। আগামীকালের ম্যাচে আমি চাই না দলের কেউ ইনজুরিতে পড়ুক। ওমানের বিপক্ষে ম্যাচের চেয়ে সেমিফাইনাল বেশি গুরুত্বপূর্ণ। তবে আমরা নিজেদের সেরাটা দিয়েই ওমানের সঙ্গে লড়বো।’
এএইচএফ কাপ হকির এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ২০ গোল করেছে বাংলাদেশ। বিপরীতে হজম করেছে মাত্র ৪ গোল। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে সারোয়ার হোসেনরা ইরানের বিপক্ষে জয় পেয়েছে ৬-২ গোলের বড় ব্যবধানে।