ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শেষ হয়েছে। নতুন মৌসুমে শুরু হতে বাকি কিছুদিন। এর মধ্যে আনেকেই নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। আনেকেই আবার পুরাতন ঠিকানায় আছেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল লিওনেল মেসি, করিম বেনজেমার মতো তারকারা। ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল ডটকম সেরা কিছু দলবদলের তালিকা করেছে।
লিওনেল মেসি: তখনও ইউরোপের মৌসুম শেষ হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়নি। এর মধ্যেই লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন। ৭ জুন আসে ঐতিহাসিক ওই ঘোষণা। যা শুধু আল হিলাল নয় মন ভেঙেছে বার্সা ভক্তদেরও।
করিম বেনজেমা: আরও এক মৌসুম করিম বেনজেমা রিয়াল মাদ্রিদে থাকবেন এমনটাই মনে হচ্ছিল। কিন্তু সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো বেতন দিয়ে তাকে দলে ভিড়িয়েছে।
এনগোলে কান্তে: ফ্রি এজেন্ট হয়ে পড়েছিলেন এনগোলে কান্তে। লম্বা সময় ইনজুরিতে ছিলেন। তবে ৩২ বছরের কান্তে ওই ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন। তার ইউরোপে খেলার, ফ্রান্স জাতীয় দলের ফেরার সব ধরনের সুযোগ ছিল। ১০০ মিলিয়ন ইউরো বেতনে তিনি আল ইত্তিহাদে জয়েন করেছেন।
রুবেন নেভাস: মৌসুমের সবচেয়ে অবাক করা চুক্তি সম্পন্ন করেছেন পর্তুগালের রুবেন নেভাস। তার বয়স মাত্র ২৬ বছর। খেলতেন উলভসে। বুসকেটসের বিকল্প চিন্তায় বার্সেলোনা তাকে কেনার লড়াইয়ে ছিল। লিভারপুল চুক্তির বিষয়ে খোঁজ খবর নিচ্ছিল। খেলোয়াড়ের সম্মতিতে তাকে সৌদি ক্লাব আল হিলালে বিক্রি করে দিয়েছে উভল। তাকে ৪৭ মিলিয়ন পাউন্ডে কিনেছে আল হিলাল। তবে মোটা অঙ্কের বেতন পাবেন বলেই ইউরোপ ছেড়েছেন তিনি।
ম্যানুয়েল উগার্টে: গত ৫ জুন উরুগুয়ের তরুণ মিডফিল্ডার ম্যানুয়েল উগার্টের সঙ্গে চুক্তির সম্পন্ন করেছে পিএসজি। পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি থেকে তাকে কিনতে প্যারিসের ক্লাবটির খরচ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। তাকে কেনার লড়াইয়ে ছিল আরও বড় বড় ক্লাব।
মার্কো অ্যাসেনসিও: ফ্রি এজেন্টে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন মার্কো অ্যাসেনসিও। তিনিও পিএসজি খেলবেন আগামী মৌসুমে। তাকে ফ্রি’তে পাওয়া গেলেও বেতন নাকি মৌসুমে ১০ মিলিয়ন ইউরো।
ম্যাক অ্যালিস্টার: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ২৪ বছরের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে লিভারপুল। ব্রাইটন এন্ড হোব আলবিয়নে খেলা এই তরুণের বাজার মূল্য ৬০ মিলিয়ন পাউন্ড বলে মনে করা হচ্ছিল। অথচ ৩৫ মিলিয়নে তাকে কিনেছে রেডসরা।
জুড বেলিংহাম: রিয়াল মাদ্রিদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামী ফুটবলার জুড বেলিংহাম। তাকে ১০৩ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে লস ব্লাঙ্কোসরা। ১৪ জুন ওই চুক্তির ঘোষণা দেয় স্প্যানিশ ক্লাবটি। চলতি দলবদলের মৌসুমে সেরা চুক্তিগুলোরও একটি তিনি।