‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্ট মাতাবে জার্মান রক ব্যান্ড স্কর্পিয়ন্স

বিনোদন স্পেশাল

মার্চ ৩১, ২০২২ ৯:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপন এখন দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আবেশ ছড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ৬ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্ট মাতাবে জনপ্রিয় জার্মান রক ব্যান্ড স্কর্পিয়ন্স। সেই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে যাচ্ছে বাংলাদেশি জনপ্রিয় সংগীত ব্যান্ড চিরকুট।

৩০ মার্চ (বুধবার) জার্মান রক ব্যান্ড স্কর্পিয়ন্স নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টের বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেয়। জানা যায়, স্বাধীনতার ৫০ বছরপূর্তির মতো ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে ৬ মে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে থাকবে স্কর্পিয়ন্স ও চিরকুট।

স্থানীয় সময় ৪ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। তবে স্কর্পিয়ন্স ব্যান্ডের ফ্যান ক্লাব সদস্যদের জন্য ৩১ মার্চ সকাল ১০টা থেকেই টিকিট দেওয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *