মার্চ ২২, ২০২২ ১০:০১ পূর্বাহ্ণ
বর্তমান সময়ে ‘প্রেমের লাড্ডু’ গানটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। গানটির শিল্পী রেশমি মির্জা। এবার নিজের প্রেমের গোপন তথ্য ফাঁস করলেন তিনি। সময় সংবাদকে এ তথ্য স্বীকার করেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
রেশমি মির্জা প্রেম করেছেন বাল্যকালে। আর বিয়ে করেছেন লুকিয়ে। পরে অবশ্য দুই পরিবারই বিষয়টি মেনে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের লাড্ডু গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
গানের কথা হলো- ‘প্রেমের লাড্ডু ফুটছে মনে, রেলগাড়ি নাই রে ইস্টিশনে, লাইনে দাঁড়া তুই, লাইনে দাঁড়া, তোর কিসের তাড়া, আমি টিকেট না দিলে তোর কোনো উপায় নাই রে…।’
কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের শক্তিশালী কণ্ঠের অধিকারী রেশমি মির্জা। এরআগে ‘কমলা সুন্দরী’ গেয়ে নিজের কণ্ঠের যাদুকরীতে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন রেশমি। এবার গাইলেন আইটেম ঘরানার এই গানটি।
গানের তালে নিজেকে ভেঙে নতুনরূপে গ্ল্যামারগার্ল হিসেবে আবির্ভূত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। বাবা যাদবের নির্মাণে তার স্টাইলিং ও গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।
গানটি নিয়ে উচ্ছ্বসিত রেশমি বলেন, ‘মাত্র তিন মিনিটে গানটি লিখে দেন তাপস ভাই। গান শেষে যখন ভিডিওটা দেখলাম আমি কাঁদছিলাম।’
‘পাওয়ার ভয়েজ’ থেকে উঠে আসা এ শিল্পী ক্যারিয়ারের শুরু থেকেই স্টেজে নিয়মিত পারফর্ম করেন। তার প্রথম গানের মিউজিক ভিডিও ছিল ‘নিন্দুকের মুখে পড়ুক ছাই’।