খোলা পিঠে শাহরুখকন্যার ছবি ভাইরাল

বিনোদন

মার্চ ২৬, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান। ভক্তদের নিজের রূপে মাতিয়ে রাখতে কোনো কার্পণ্যই যেনো করেন না তিনি। স্টারকিড হওয়ায় অনেক ছোট থেকেই সবার নজরে সুহানা।

এছাড়া ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নানা ছবি পোস্ট করে প্রায়ই খবরের শিরোনাম হন। এবার ভাইরাল হয়েছে, তার খোলা পিঠের একটি ছবি।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করেছেন সুহানা। এতে তার পরনে কালো পোশাক, কিন্তু পিঠে কাপড়ের লেশ মাত্র নেই। অবলীলায় নিজেকে মেলে ধরেছেন তিনি। এর জন্য প্রশংসা ও সমালোচনা দু’টোই পাচ্ছেন এই তারকা সন্তান।

সুহানা খান

সুহানা খান

চেহারা নিয়ে অতীতে অনেক বিদ্রূপ শুনেছেন শাহরুখ কন্যা। তবে এখন এসব খুব একটা পাত্তা দেন না। নিজেকে খোলামেলা লুকে উপস্থাপনা করতেও দ্বিতীয়বার ভাবেন না।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি।

বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। গুঞ্জন উড়ছে— খুব শিগগির জয়া আখতারের সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন শাহরুখকন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *