গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের মধ্যে সংঘাত এখনো চলছে। জানা গেছে, রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় শহরগুলোতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০০ বেসামরিক লোক নিহত হয়েছেন।
এদিকে নেমিশলিয়ানস্ক জেলার বেশ কয়েকটি বহুতল অ্যাপার্টমেন্টে রাশিয়ার গোলার আঘাতে দুজন নিহত হয়েছে। জরুরি সেবা বিভাগের সর্বশেষ দৈনিক আপডেটে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর এখন পর্যন্ত ৬৯১ বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক হাজার ১৪৩ জন।
অপরদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার আরও তিনটি প্লেন, একটি হেলিকপ্টার এবং তিনটি ড্রোন ভূপাতিত করেছে।
ভূপাতিত হওয়া দুটি প্লেন বোমারু এসইউ-৩৪, বাকি প্লেনটি কি ছিল তা শনাক্ত করা যায়নি। এক ভিডিও বার্তায় ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ৮১টি রুশ প্লেন এবং ৯৫টি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।
সূত্র: বিবিসি