খর্ণিয়ায় ভিজিএফ চাল এর কার্ড আটকিয়ে রেখে ইউপি সদস্যের খামখেয়ালীপনা

দেশজুড়ে

এপ্রিল ১৭, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা,ডুমুরিয়া, খুলনা

ডুমুরিয়ার খর্ণিয়ায় এক ইউপি সদস্যের নামে ১৩৪টি ভিজিএফ চালের কার্ড আটকিয়ে রেখে চাল বিতরণ না করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,১৭ এপ্রিল সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ ভবনে চাল বিতরন কার্যক্রম চলমান। পরিষদের তথ্যমতে, এবছর ঈদ উপলক্ষে ভিজিএফ এর মোট ১৭,৪৭০ কেজি চাল ১০ কেজি হারে ১,৭৪৭ জন হতদরিদ্রের মাঝে বিতরণের কথা থাকলেও সেটা সম্পুর্ণ বিতরণ করা সম্ভব হয়নি। কারণ খর্ণিয়ার ৪নং ভদ্রদিয়া গ্রামের মেম্বার সঞ্জয় মল্লিক হতদরিদ্রের মাঝে কার্ড বিতরণ করেননি। তিনি ইউনিয়ন পরিষদের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তার ওয়ার্ডে বরাদ্দকৃত ১৩৪টি কার্ডে জনপ্রতি ১০ কেজি করে ১,৩৪০ কেজি চাল পরিষদের বাহিরে বিতরণ করবে বলে জানান। এসময় সকল ইউপি সদস্যগন সঞ্জয় মল্লিকের এমন সিদ্ধান্তকে কঠোরভাবে সমালোচনা করে বিরোধিতা করেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক সদস্য জানান,সঞ্জয় মল্লিক গতবছরেও এমন খামখেয়ালী ভাবে সব চাল নিয়ে গিয়েছিল। তবে সে যদি নিতে পারে আমরা কেনো পারবো না। ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ঘটনার সত্যতা শিকার করে বলেন,আমি বিষয়টি টেলিফোনে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। তিনি আগামীকাল পরিষদে আসবেন এবং সমাধান করার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *