বোলার শেন ওয়ার্ন কতটা ভয়ঙ্কর তা দেখেছে ক্রিকেট বিশ্ব। হাজারের উপর আন্তর্জাতিক উইকেট শিকারি এই লেগ স্পিনার তো ক্রিকেটের সর্বকালের সেরা অতি সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পাবেন নিঃসন্দেহে। ব্যাটার শেন ওয়ার্ন চাপা পড়ে আছেন বোলার পরিচয়ের নিচে। অথচ শেন ওয়ার্ন তার ব্যাটিং দিয়ে কতবার অস্ট্রেলিয়া দলকে রক্ষা করেছেন তার ইয়ত্তা নেই। চার হাজারের বেশি আন্তর্জাতিক রানের মালিক ওয়ার্ন ব্যাট হাতে কতটা কার্যকরী ছিলেন চলুন দেখা দেখা যাক।
টেস্টে ৭০৮ উইকেট, ওয়ানডে ক্রিকেটে ১৯৩ উইকেট। ১০০১টি আন্তর্জাতিক উইকেটের মালিক ওয়ার্নের ব্যাটিংয়ের হাতও মন্দ ছিল না। ব্যাট হাতে তার যোগ্যতা হিসেবে নিলে শুধু বোলার পরিচয়ে ওয়ার্নকে মনে রাখা অন্যায় হয়ে যায়।
টেস্ট ক্রিকেটে ওয়ার্ন একজন কার্যকরী অলরাউন্ডার ছিলেন এটা বলাই যায়। ফার্স্টক্লাস ক্রিকেটে ওয়ার্নের আছে দুটি সেঞ্চুরি। ৩০১ ম্যাচের ফার্স্টক্লাস ক্যারিয়ারে ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছিলেন ৪০৪ বার। তাতে ২ সেঞ্চুরি আর ২৬ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ১০ হাজারের অধিক। প্রথম শ্রেণির ক্রিকেটে এত রান অনেক নামকরা ব্যাটারেরও নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্ন বল হাতে অস্ট্রেলিয়াকে পৌঁছে দিয়েছেন অনন্য এক জায়গায়। তবে দলে তিনি থাকা মানেই অতিরিক্ত একজন ব্যাটার থাকা। সঙ্গে ওয়ার্নের হার না মানা অ্যাটিচিউড তো ছিলোই।
বল হাতে অজস্র রেকর্ডের মালিক ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতেও একটা রেকর্ডের মালিক। সেঞ্চুরি ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজারের অধিক রান করা একমাত্র ব্যাটার শেন ওয়ার্ন।
১৪৫ টেস্টে ১৯৯ ইনিংসে ওয়ার্নের সর্বোচ্চ ইনিংসটা ৯৯ রানের। মাত্র এক রানের আক্ষেপে পুড়ে আন্তর্জাতিক ক্যারিয়ারটা সেঞ্চুরি ছাড়াই শেষ করেছেন সোনালী চুলের এ আততায়ী। টেস্ট ক্রিকেটে ব্যাট করতে নেমে ১২ হাফসেঞ্চুরিতে ৩ হাজার ১৫৪ রান সংগ্রহ করেছেন তিনি। ব্যাটিং গড় ১৭ দশমিক ৩২। টেস্ট ক্রিকেটে ওয়ার্ন ৩৩১টি চার ও ৩৬টি ছয় মেরেছেন। ১৯৪টি ওয়ানডেতেও ১ হাজার ১৮ রান সংগ্রহ করেছিলেন তিনি। সর্বোচ্চ রানের ইনিংসটি ৫৫ রানের। ব্যাট হাতে তার পরিসংখ্যান বলছে তাকে শুধু বোলার পরিচয়ে ডাকা যায় না।
ওয়ার্নের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংসটি তাকে পুড়িয়েছে সারাটা জীবন। ২০০১ এ পার্থ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া যখন ১৯২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে তখন ক্রিজে এসে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। সেঞ্চুরিটা খুব সম্ভব হয়ে উঠছে যখন, দিনের খেলার আর খুব বাকি নেই। দিনের শেষ বলে ড্যানিয়েল ভেট্টরির বলে পাগুলে সুইপ শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ওয়ার্ন। ৯৯ রানে আউট হয়ে আর কখনও সেঞ্চুরি পাওয়া হয়নি তার।
ওয়ার্নের আক্ষেপ আরও বাড়ে যখন টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, ভেট্টরির সেই বলটি বৈধ কোনো ডেলিভারিই ছিল না। বোলিংয়ের সময় এ বাঁহাতি স্পিনারের পায়ের কোনো অংশই পপিং ক্রিজের দাগের এপারে ছিলো না। ওয়ার্ন ৯৯ রানে আউট হয়েছেন একটা নো বলে! ওয়ার্নের ক্যারিয়ারে বড় আক্ষেপ যেন এটাই।
সেদিন এভাবে আউট হওয়াটাকে তার ক্যারিয়ারে চোক করার দৃষ্টান্ত হিসেবেই আত্মজীবনীতে জানিয়েছেন ওয়ার্ন। এর পরেও সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন ওয়ার্ন। ২০০৫ অ্যাশেজ সিরিজের ওল্ড ট্রাফোর্ড টেস্টে ফের ৯০ রানে আউট হয়েছিলেন।
সেঞ্চুরিটা ওয়ার্নের ক্যারিয়ারে একটা শোক, যেমন ক্রিকেট বিশ্ব তার অকাল মৃত্যুতে আজ শোকে পুড়ছে।