অনেকদিন ধরেই অফ ফর্মে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের এ সংকট কাটিয়ে উঠতে, বিশেষ করে ব্যাটারদের জন্য মনোবিদ নিয়োগের পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু।
হাথুরুসিংহে দায়িত্ব নেয়ার পর থেকে কেনো ব্যাটারদের পারফরম্যান্স নিম্নমুখী সে প্রশ্নও রেখেছেন সাবেক এই প্রধান নির্বাচক। পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের নিয়ে ৩ সপ্তাহের স্কিল ক্যাম্প করা উচিত ছিলো বলে মনে করেন তিনি।
জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যার জায়গা ব্যাটিং। ফরম্যাট যাই হোক গেলো এক বছর ধরে লিটন-শান্তরা ধারাবাহিকভাবে ব্যর্থ। হাথুরুর ম্যাজিক কাজে আসছে না, ব্যাটিং পরামর্শক ডেভিড হেম্পের কাজও প্রশ্নবিদ্ধ। কি করলে মিলবে সমাধান জানে না বিসিবি।
সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের চোখে দায়টা টিম ম্যানেজমেন্টের। হঠাৎ কেনো ব্যাটারদের দুর্দশা তা খুঁজে বের করার কার্যত কোন উদ্যোগ নেয়া হয়নি।
ক্রিকেটারদের মেন্টাল স্কিলেও নজর দেয়া উচিত বলে মনে করেন বিসিবি প্রোগ্রামের প্রধান সমন্বয়ক। ব্যর্থতা কাটিয়ে ওঠতে শিগগিরই মনোবিদ নিয়োগের পরামর্শ মিনহাজুল আবেদীনের।
বৃহস্পতিবার রাতে ঢাকায় এসেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রোববার থেকে মিরপুরে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।